
অত্যন্ত দরকারি ৬টি অ্যাপস যে অ্যাপস গুলো আপনার কাজে লাগবেই
মোবাইলে কম বেশি সকলেই বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি।
কিন্তু অ্যাপসগুলো বেশির ভাগই অকাজের, এমন অ্যাপ যদি ইউজ করেন যেই অ্যাপস আপনার খুব কাজে লাগে।
তাহলে তো ভালোই।
আজ আমি আপনাদের সম্মুখে ৬টি ৬ ধরনের অ্যাপস নিয়ে আলোচনা করব।
১.Avast Mobile Security
আপনার মোবাইলের ভাইরাস সনাক্ত করে দিবে,
এবং কোন অ্যাপ আপনার ফোনের জন্য ক্ষতিকারক তা সনাক্ত করে দিবে।
এবং চাইলে আপনি এই অ্যাপস দ্বারা Junk ও ক্লিয়ার করতে পারবেন। এই অ্যাপস আপনার ফোনকে গরম হওয়া থেকে বাঁচাবে।
এই অ্যাপসে Boost RAM অপশনটির মাধ্যমে আপনার ফোন আরো ফাস্ট করে নিতে পারবেন।
অর্থাৎ এর মাধ্যমে আপনার ফোন ফার্স্ট থাকবে।
নিচে প্লে স্টোরের লিংক দেওয়া হল ডাউনলোড করে নিন।
অথবা প্লে স্টোরে গিয়ে Avast Mobile Security লিখে সার্চ করুন। তাহলে অ্যাপসটি পেয়ে যাবেন।
ডাউনলোডAvast Mobile Security
২. Automatic Call Recorder
অনেকের মোবাইলে কল রেকর্ডার অপশন থাকে না তাই জন্য এপ ব্যবহার করতে হয়।
তাই যারা কল রেকর্ডার ভালো এপ্স খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এই অ্যাপসটি তুলে ধরা হলো।
এই অ্যাপ এ অটোমেটিকভাবে কল রেকর্ড হয়ে যায়।
যেকোনো নাম্বারে কথা বলার পর অ্যাপ এ গিয়ে দেখতে পাবেন কলটি রেকর্ড হয়ে গেছে।
ডাউনলোডAutomatic Call Recorder
৩. AssistiveTouch Screen Recorder
এটি দিয়ে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। স্ক্রিনশট দিতে পারবেন, ফ্লাশ লাইট জ্বালাতে পারবেন। খুব নরমাল প্রসেসে। এই অ্যাপস ইনস্টল দিলে আপনার ফোনে গোল একটি আইকন দেখাবে ওইটাতে ক্লিক করে ওই অ্যাপস এর সব অপশন ইউজ করতে পারবেন।
ডাউনলোডAssistiveTouch Screen Recorder
৪.Google Keep -notes and lists
এই এপ এ আপনার লেখাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন।
আপনার বড় বড় টপিক বা গল্প সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি মনে হতে পারে একটা ডাইরির মতন।
এটি Google LLC কোম্পানির অ্যাপস।
এই অ্যাপটি আপনার স্মার্টফোনে টাইপিং চেয়ে আরো ফাস্ট এবং সহজ করে দিবে।
তো বন্ধুরা দেরি না করে এপ টি ডাউনলোড করে নিন
ডাউনলোড লিংক Google Keep -notes and lists
৫.Patient Aid
এই অ্যাপসে যে কোন ঔষধ এর নাম লিখে, ঔষধটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন,
ওষুধের মূল্য কত টাকা তাও জানতে পারবেন এই এপে।
এই অ্যাপস থেকে কোন রোগের কোন ঔষধ তাও আপনি জেনে নিতে পারবেন। যেকোনো ওষুধ কোন কোন কাজ করে থাকে এবং এর সাইড ইফেক্ট কি তাও জানতে পারবেন।
তো আপনার দরকার মনে হলে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড লিংক Patient Aid
৬.Shapla- Bangla News Reader
এই অ্যাপটিতে আপনি বাংলাদেশের প্রতিদিনের নিউজ প্রতিদিন পড়তে পারবেন। এ সম্পর্কে কোন কিছু আর বলার নেই, সোজা কথা নিউজ পড়তে যদি ইচ্ছুক হন ডাউনলোড করতে পারেন।
ডাউনলোড লিংক Shapla- Bangla News Reader
এই অ্যাপসগুলো যদি আপনার ভালো লাগে কাজের মনে হয় তাহলে লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন। খোদা হাফেজ
Comments