Video Editor সেরা তিনটি Pro Version Apps ডাউনলোড লিংক সহ
আসসালামু আলাইকুম। বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন, আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আমরা অনেকেই ভিডিও এডিট করার জন্য অ্যাপস গুছিয়ে কিন্তু ভালো অ্যাপস মিলাতে পারিনা।
তাই আজ আপনাদের ভিডিও এডিট করার জন্য তিনটি অ্যাপস নিয়ে আসলাম।
এপপ্স তিনটি হচ্ছে,
১.কাইনমাস্টার প্রো,
২. Viva video pro
৩.পাওয়ার ডিরেক্টর
কাইনমাস্টার প্রো:
এই অ্যাপসে আপনার চাহিদা মত ভিডিওকে এডিট করতে পারবেন।
ইউটিউবের ভিডিও বানানোর জন্য পারফেক্ট একটি এপ।
এটাতে কোন ঝামেলা ছাড়াই নিখুঁতভাবে ভিডিও এডিট করা যায়।
এই অ্যাপসটির টিকটক এর মত অনেকগুলো ভিডিও দেখতে পারবেন দেখে দেখে চয়েজ করে যেকোনো একটির মত আপনার ভিডিওকে ক্রিয়েট করতে পারবেন।
এতে ভিডিও কে এনিমেশন এর মত করতে পারবেন।
ভিডিওতে বয়েজ ট্যাক্স লোগো অ্যাড করতে পারবেন। নিচের এপস এর ড্রাইভ লিংক দেওয়া হল।
Download কাইনমাস্টার প্রো
Viva video pro:
এটাও কাইনমাস্টারের মত সব ভিডিও এডিট করতে পারবেন। এপস এ ভিডিও এডিটর এর সব অপশনই ফ্রিতে পেয়ে যাবেন। যেকোনো ভিডিও এডিট করতে কোন অসুবিধা হবে না।
এটাতে অনেকটা পিসির মত ভিডিও এডিট করতে পারবেন।
এতে ভালো ভালো Effect রয়েছে।
নিচে তার ড্রাইভ লিংক দেওয়া হল।
Download Viva video pro
শেষে হচ্ছে
পাওয়ার ডিরেক্টর:
এতে ভিডিও প্রজেক্ট খুব ভালো এডিট করা যায়। এটাও ইউটিউবে ভিডিও ক্রিয়েট করার জন্য পারফেক্ট একটি অ্যাপস।
আমি মনে করি এই অ্যাপস দিয়ে ইউটিউবের জন্য যে কোন রকম ভিডিও ক্রিয়েট করা সম্ভব।
যদি ভালো বুদ্ধিমত্তার সাথে ভিডিও এডিট করতে পারেন তাহলে নিশ্চয়ই ভালো পরিমাণের ভিউয়ার্স পেতে পারেন।
তাই জন্য আমি মনে করি অ্যাপস তিনটের মধ্যে যেকোনো একটি আপনার জন্য প্রয়োজন। অথবা তিনটি প্রয়োজন।।
নিচে পায়ে পাওয়ার ডিরেক্টর এর ড্রাইভ লিংক দেওয়া হল।
পাওয়ার ডিরেক্টর
মনে রাখবেন ভিডিও এডিট করার জন্য অ্যাপস ফ্রিতে পাওয়া যায় না।
কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে যেই তিনটি অ্যাপস দিয়েছি।
সেগুলো মূলত প্রিমিয়াম ভার্শন অ্যাপস। আপনি লক্ষ্য করে দেখবেন অ্যাপসের শেষে Pro লেখা আছে।
তার মানে বুঝতেই পারবেন অ্যাপস গুলো কতটুকু আকর্ষণীয়।।
যাইহোক অ্যাপস গুলো যদি আপনার পছন্দ হয় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই বলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর BdGoodtrick এর সাথেই থাকবেন।
Comments