Back Home Gp Tips আপনার GP তে Balance ট্রান্সপার নিজের অফার দেখা ইত‍্যাদি...
ReadbookBD.Com

আপনার GP তে Balance ট্রান্সপার নিজের অফার দেখা ইত‍্যাদি...

মোবাইল দিয়ে ফ্রি তে ইনকাম করুন হাজার হাজার টাকা, বিস্তারিত জানতে ভিজিট করুন

আপনার Grameenphone সিমের এর অফার যেভাবে দেখবেন।

আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন কিন্তু গ্রামীনফোনের অফার দেখতে জানেন না তাহলে পোস্টটি আপনার জন্য। আপনার Grameenphone সিমের এর অফার দেখতে ডায়াল করুন *121*5# ওখানে যে অফার গুলো দেখাবে সেটা শুধু আপনার জন্যই প্রযোজ্য। অন্য কারো জন্য হবে না। দেখানো নিদর্শনা অনুযায়ী যে কোন অফারের নাম্বার চাপুন

ব্যালেন্স ট্রান্সফার (বিটিআর) পদ্ধতি।

নিবন্ধন করার জন্য, গ্রাহকদের *121*1500# ডায়াল করতে হবে এবং পরিষেবার জন্য নিবন্ধন করতে 1 চাপতে হবে। মাইজিপি অ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে।

ব্যালেন্স স্থানান্তর করার জন্য, গ্রাহকদের ডায়াল করতে হবে *121*1500# তারপর 2 টিপুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন। গ্রাহকরা MyGP অ্যাপ থেকেও পরিষেবাটি নিতে পারবেন

পিন পরিবর্তন করতে ডায়াল করুন *121*1500# এবং 3 টিপুন, তারপর নির্দেশনা অনুসরণ করুন

গ্রাহককে 6 মাসের বেশি সময় ধরে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহার করতে হবে অথবা পরিষেবার জন্য যোগ্য হওয়ার জন্য একবারে 300Tk বা তার বেশি রিচার্জ করতে হবে।

রিচার্জের সীমা সর্বনিম্ন 10 BDT এবং সর্বোচ্চ 100 BDT একটি ক্যালেন্ডার মাসে 10 বার রিচার্জের সংখ্যা শুধুমাত্র প্রিপেইড গ্রাহকরা এই পরিষেবাটি পেতে পারেন এবং যেকোনো প্রি-পোস্ট গ্রাহকদের কাছে ব্যালেন্স পাঠাতে পারেন অন্য কোন খরচ/পরিষেবা চার্জ প্রযোজ্য হবে না। যদি একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে 50 টাকা পাঠায়, তাহলে প্রাপক 50 টাকা পাবেন।

টাকা লেনদেন করার জন‍্য বিকাশ ভালো একটি মাধ্যম, আপনি বিকাশ এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। এতে আপনি একাউন্ট খোলার সাথে সাথেই 25 টাকা পেয়ে যাবেন, আর ব‍েশি বেশি টাকা লেনদেন করবেন, তাহলে কিছু টাকা বনাস পাবেন। এর জন‍্য নিশ্চয়ই আপনাকে Bkash এপ ব‍্যবহার করতে হবে।

জিপিতে ইন্টারনেট এর স্প্রিড বাড়ানোর পদ্ধতি। আমারা জিপি দিয়ে নেট ব‍্যবহার করি। MB থাকা সত‍্যে ও হটাৎ নেট স্প্রিড কমে যায় বা নেট ছেড়ে দেয় । সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে। আপনার জিপি থেকে ডায়াল করতে হবে। *5000*55#


নিচের স্ক্রিনশট এর মতো দেখালে এবার কাজ শেষ।


এবার দেখুন আপনার নেট স্পিড বেড়ে গেছে বা আবার নেট কানেক্ট হয়ে গেছে।
যদি এতে ও না হয় তাহলে আপনার ফোনটি রিস্টার্ট দিন। তাহলে নিশ্চিত ডাটা কানেক্ট হবে।

এই পোস্ট যদি আপনার ভালো লাগে শেয়ার করতে ভূলবেন না।
খোদা হাফেজ

157609

Comments

0

স্পনসর