
ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম সমূহ এবং এর মাধ্যমে নিজেই অনলাইনে ইনকাম করার উপায়।
* ওয়েব সাইট তৈরীর ফ্রি পোস্টিং ও পেইড পোস্টিং সাইট সমূহ।
ওয়েব সাইট তৈরী করে ইন্টরনেটে ইনকান করা যায়। ওয়েব সাইটে জনপ্রিয়তা পাওয়ার পর, এতে এড দেখিয়ে, হাজার হাজার টাকা ইনকাম করা যায়,
যেমন আমরা যখন ওয়েব সাইট তৈরী করব,
তখন কিন্তু কেউ জানবে না এই ওয়েব সাইট এর কথা, এটা Seo করার মাধ্যমে সবার সম্মুকে উপস্থাপন করার পর যদি ভিজিটর আপনার ওয়েব সাইট এর আর্টিকেল সমূহ দেখে পছন্দ করে। আপনার ওয়েব সাইট বার বার ভিজিট করে। তখন যদি আপনার সাইটে Ads দেখান তাহলেই প্রচুর ইনকাম হতে পারে। এজন্য Google Adsens একান্ত ভালো একটি মাধ্যম। Google Adsens ছাড়াও অনের কোম্পানীর Adnetwork site আছে যে গুলা থেকে
ইনকাম করা যায় ।
এখন কথা হচ্ছে কিভাবে নিজের সাইট তৈরী করবেন। এজন্য আপনি পড়তে এবং লিখতে পারলেই চলবে । অভিজ্ঞতার দরকার নাই। শুধু ভালো লিখে শেয়ার করার মাধ্যমে ভিজিটর ধরে রাখরে পারলেই চলবে।
এখন চলে আসি কিভাবে ওয়েব সাইট তৈরি করা যায়।
ওয়েব সাইট তৈরী করার অনেক পদ্ধতি আছে।
নিচে তার কয়েকটি দেওয়া হল।
1. Wordpress:
Wordpress.org প্রচুর ব্যবহিত একটি সাইট। এখানে ফ্রি হোসিং বা পেইড হোটিংএ Wordpress ইন্সটল করে ওয়েব সাইট তৈরী করা এবং ডিজাইন করা যায়| Wordpess ডিজাইন করা মানে Wordpres এর Theme ডিজাইন করা। এবং wordpress a আপলোড করা। তাছাড়া অনেক Theme ফ্রিতেই পাওয়া যায়। Theme এর সাথে plugin plagin 3 potect করার মাধ্যমে ওয়েব সাইট একটি সুন্দর রোপ দেওয়া যায়।
তবে একটি কথা মাথায় রাখবেন Wordpress এ ফ্রী হোটিং নিয়ে সাইট তৈরী করলে, Wordpress আপনার সাইট কিছু দিন সার্ভিস দেয়ার পর হঠাৎ ব্লক করে দেয়। তাই ফ্রী হোটিং দিয়ে Wordprees কখনই করতে যাবেন না।
2. Google Blogger:
Google Blogger ও ওয়েব সাইট তৈরীর অন্যতম প্লাটপর্ম
Google এর একটি সার্ভিস বা প্রেডাক্ট হওয়ার জন্য blogger অনেক ভরসা যোগ্য । ব্লগার দ্বারা আপনার একটি পার্সোনাল ব্লগ নিজের ব্যবসা বা কোম্পানির জন্য একটি সাইট এবং একটি অনলাইন শপিং ওয়েবসাইট বানিয়ে নিতে
তাও সবটাই ফ্রী। ব্লগার আজ সব থেকে বেশি ব্যবহার হওয়া Bloggin platform এবং এর দ্বারা হাজার লক্ষ লোকেরা অনেক রকমের website theme বা template সিলেক্ট করে নিয়ে অন্য অন্য রকমের ব্লগ বা সাইট বানাতে পারবেন ।
ব্লগার platform এ আপনি একটি প্রফেশনাল
(professional) ওয়েবসাইট তৈরী করার জন্য সব রকমের সেটিং এবং অপসন পেয়ে যাবেন ।
এক দুই দিন ভালো করে বুঝলেই আপনি ব্লগার দ্বারা সুন্দর সুন্দর ব্লগ কিংবা Website বানাতে
পারবেন | Blogger দ্বারা ওয়েবসাইট যা ব্লগ বানালে আপনার আরেকদিকে লাভ হবে, এখান থেকে আপনি ডাইরেক্ট গুগল এডসেন্স এর জন্য Apply করতে পারবেন। এবং নিজের ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন ।
3. Wapka:
Wapkia.org একটি ফি হোটিং সাইট
Wapka দিয়ে আপনি সহজেই একটি ওয়েব সাইট বানিয়ে নিতে পারবেনI wapka একটি আনলিমিটেড ফ্রী হোস্টিং সাইট।
Wapka তে কোডিংএর মাধ্যমে যে কোনো ডিজাইনের website বানিয়ে নিতে পারবেন। তাছাড়া Theme ও ব্যবহার করতে পারেন।
Theme এর মাধ্যমে সম্পুর্ণ একটি সয়নসম্পন্ন সাইট বানিয়ে নিতে পারবেন।
Wapka তে সাইট বানালে অফিসিয়াল ডুমেইন নিচের মতো দেখাবে।
Name. Wapka.co
Name.Wapka.website
Name. wapka.site
Name. wapka.club
Name. wapka. Top
Name.wapka.xyz
Webnode এমন একটি অনলাইন ওয়েবসাইট বানানোর সফটওয়্যার বা টুল যার দ্বারা আপনি প্রফেশনাল এবং আধুনিক ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। এর দ্বারা আপনি একটি business ওয়েবসাইট, ব্লগ বা one page site তৈরী কোরতে পারবেন। এবং পুরোটাই আপনি ফ্রীতে কোনো টাকা না দিয়েই করতে পারবেন।
Webnode ব্যবহার কোরে আপনি নিজের মোবাইল থেকেও সাইট বানাতে এবং ডিসাইন (design) করতে পারবেন।
সোজা drag & drop এবং সহজ customization settings ব্যবহার কোরে আপনি কোনো কোডিং নলেজ ছাড়াই নিজের একটি নতুন website তৈরি কোরেনিতে পারবেন। এবং, হাজার হাজার সুন্দর সুন্দর template এবং ওয়েবসাইট ডিসাইন আপনার সাইটটিকে আকর্ষণীয় বানানোর জন্য যথেষ্ট।
তাহলে দেরি করবেননা, এখনই webnode website builder সাইটে যান এবং নিজের জন্য একটি professional website বা ব্লগ বানান।
5. Weebly.com – Create free website
Create online shopping website .
একটি অনলাইন শপিং স্টোর, ব্লগ বা সুন্দর ওয়েবসাইট সবটাই আপনি weebly অনলাইন website creator software দ্বারা আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে ওয়েবসাইট তৈরি করার নিয়ম অনেক সোজা। Drag & drop ওয়েবসাইট বিল্ডার, সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিসাইন (theme & template) আদি ব্যবহার কোরে আপনি নিজের জন্য একটি প্রফেশনাল (professional) ওয়েবসাইট, ব্লগ বা অনলাইন শপিং স্টোর বানিয়ে নিতে পারবেন কোনো কোডিং বা ওয়েবডিজান নলেজ ছাড়াই।
আপনি যদি বিশেষ কোরে একটি অনলাইন শপিং সাইট বানাতে চান, তাহলে weebly আপনার জন্য অনেক কাজে আসবে।
Weebly এমনিতে ফ্রি এবং আপনি ফ্রীতেই ব্লগ বা যেকোনো ওয়েবসাইট বানাতে পারবেন। কিন্তু, ফ্রি প্ল্যানে আপনার কিছু সীমাবদ্ধতা (limitations) থাকবে।
যেমন –
আপনাকে কেবল ৫০০ mb স্টোরেজ দেয়া হবে।
আপনার বানানো ফ্রি ওয়েবসাইটে weebly দ্বারা বিজ্ঞাপন দেখানো হবে।
আপনার weebly.com এর sub-domain ব্যবহার করতে হবে।
ওপরে বলা ৩ টি সীমাবদ্ধতার থেকে যদি আপনার কোনো অসুবিধে নেই, তাহলে আপনি weebly online website builder software ব্যবহার করে ওয়েবসাইট বা ব্লগ বানাতে পারেন।
শেষ কথা,
আমি একটি কথা বলতে চাই, আপনি যখন - সাইট তৈরী করবেন, ভালোভাবে বুঝে শুনে Website তৈরী করবেন,পরে যেন পশ্চাতে না হয় । আমি মনে
করি Wordpress বা blogger এর মাধ্যমে Website Create করা সব থেকে ভালো, যদিও কিছু টাকা খরচ করতে হতে পারে।
আর আমি কিন্তু এতো লিখতে পারি না ।
যতটুকু সম্ভব লেখার চেষ্টা করেছি। আপনারা আশা করি আমায় সাপোর্ট করবেন।
আর Readbookbd.com প্রতিদিন ডিজিট করবেন ।
Comments