লেখকঃ হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (র.) শওকে ওয়াতান কিতাবখানা হযরত আশরাফ আলী থানভীর (র) এর বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ খালেদ। এ বইয়ে মৃত্যু এবং মুমিনের শান্তি এই বিষয়ে আলোচনা করা হয়েছে, মুমিন ব্যক্তি মৃত্যুর পরই আসল শান্তি উপভোগ করতে পারে। মমিন এর মাধ্যমে আল্লাহতাআলা সব দান করেন। এই বইয়ের জীবন অপেক্ষা মৃত্যুকে বেশি প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, কারণ হচ্ছে মোমেন ব্যক্তির জন্য দুনিয়া একটি কারাগার আর মৃত্যু একটি মুক্তি। মুমিনের জানাজায় ফেরেশতারা ও অংশগ্রহণ করেন। কবর হাশর মিজান পুলসিরাত মোমেনের জন্য আরামদায়ক। এই সমন্ধে এই বইয়ে আলোচনা করা হয়েছে। মোমেন ব্যক্তি কি আল্লাহতালা ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির জন্য দয়ালু। মোমেন ব্যক্তি মৃত্যুকে তোহফা হিসেবে গ্রহণ করে নেয়। দুনিয়ার চেয়ে ক্ষণস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে আমরা যা আমল করি। আখেরাতের ফল ভোগ করি। আল্লাহকে রাজি আর খুশি করে যারা মৃত্যুবরণ করেছে তারা সফল হয়েছে। যারা দুনিয়া অপেক্ষা আখেরাতকে প্রাধান্য দিয়েছে তারাই আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাঃ সবচেয়ে প্রিয়। আখেরাতে কোন কিছু পেতে হলে দুনিয়ার ধ্যান ধারণা বাদ দিয়ে অহংকার মোচন করে সরল সোজা পথে চলতে হবে। দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহকে ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে নিজের আত্মবিশ্বাসী নিজের শক্তি। বিশ্বাস হারিয়ে গেলে সফলতা পাওয়া যায় না। উদ্দেশ্য থাকতে হবে সৎ তাহলেই আল্লাহ তাআলা সৎকর্ম করার ব্যাপারে সাহায্য করবেন। হযরত মুহাম্মদ সাঃ যেই পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথে চলা। নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহতালা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তারা হজ করা এবং যাকাত দেওয়া। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। মন থেকে আল্লাহকে ডাকা। হাটতে বসতে মুহাম্মদ সাঃ এর দুরুদ পাঠ করা। অন্তরে আল্লাহ তালার ভয় এবং মুহাম্মদ (সা) এর ভালোবাসা রেখে সৎ পথে জিহাদ করা। বন্ধু এবং শত্রু তো আল্লাহতালাই দেন। নিশ্চয়ই কেউ কোন উপকার করতে পারে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আবার কেউ কোন ক্ষতিও করতে পারে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। আল্লাহতালা বিপক্ষে কেউ এক পাও ফেলতে পারে না। আল্লাহতালা সব জানেন দেখেন। এবং সবকিছু শুনে। এমনকি পিঁপড়ার পায়ের কুড়ার আওয়াজ ও শুনেন।[br] আল্লাহকে যে একবার ডাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকে ১০ বার ডাকেন স্মরণ করেন। কেউ যদি আল্লাহতালা ডেকে হেঁটে পথ চলে আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে চলেন। আল্লাহতালা চাইলে কাউকে বিপদ দেন এবং চাইলেই বিপদ দূর করে দেন। আল্লাহতালা মানুষকে জীবন দিয়েছেন এবং মৃত্যুও দেন। মানুষকে সৎ কাজের বিনিময়ে রহমত দেন এবং অসৎ কাজের কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেন। তাই আখেরাতকে প্রাধান্য দেওয়া। আখেরাতকে প্রাধান্য দিলে দুনিয়া এমনি এমনি ঠিক হয়ে যাবে।শওকে ওয়াতান বইটিতে আশরাফ আলী থানভী (র) রোগ সুখ এবং মুমিনের উপর আল্লাহর রহমত বর্ষিত হওয়া এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জানতে চাইলে তো শিখতে হবে আর শিখতে চাইলে পড়তে হবে।। এই বলে সংক্ষিপ্ত করলাম আপনারা আশা করি বইটি ডাউনলোড করে নেবেন। বইটির ড্রাইভ লিংক দেওয়া আছে। আপনার ডাউনলোড লিখে লেখায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করতে পারেন। খোদা হাফেজ।